ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড মেহেরপুরে

এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মেহেরপুরে। হাড়কাঁপানো শীতের সঙ্গে চলছে শৈত্যপ্রবাহ। শীতে শুধু জনজীবন নয়, জবুথবু হয়ে পড়েছে প্রাণীকূলও। মঙ্গলাবর সকাল ৬টায় তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ। যা এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা।


চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টায় মেহেরপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা নিচের দিকে নেমে আসায় মেহেরপুরে তীব্র শীত অনুভূত হচ্ছে। সকালের দিকে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না।

ads

Our Facebook Page